শিক্ষার্থীদের উদ্যোগে বিনামূল্যে পথচারীদের মাঝে শরবত বিতরণ
শিক্ষার্থীদের উদ্যোগে বিনামূল্যে পথচারীদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৯ মে) রবিবার বেলা সাড়ে বারোটায় রাজধানীর মিরপুর সাড়ে এগারো বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি বাস্তবায়ন করে জামিয়া দারুল উলূম মিরপুর ঢাকা’র কর্তৃপক্ষ। এ সময় সাধারণ পথিক ও খেটে খাওয়া শ্রমিকদের মাঝে শতাধিক শরবত বিতরণ করে শিক্ষার্থীরা। দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মাওলানা ওয়ালীউল্লাহ কাসেমী এবং সভাপতিত্ব করেন পরিচালক মাওলানা আব্দুল মালেক।
পুরো আয়োজনটি সার্বিকভাবে পরিচালনা করে জামিয়ার প্রচার-প্রকাশনা বিভাগ ও ছাত্র সংস্থা আল-হাবিব ছাত্র কাফেলা।
ঢাকার প্রাণকেন্দ্রে দীর্ঘ দিন ধরে সেবামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দ্বীনি কাজও আঞ্জাম দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা— দেশের জনপ্রিয় নন্দিত আলোচক, মুফাচ্ছিরে কুরআন, খতীবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। যিনি যুগ যুগ ধরে আল্লাহ ভোলা মানুষকে হেদায়েতের পথে ডেকে থাকেন। চষে বেড়িয়েছেন পৃথিবীর আনাচে-কানাচেতেও । তারই তত্ত্বাবধানে পরিচালিত হওয়া এটি একটি নমুনা। বর্তমানে তিনি দাওয়াতি সফরে নিউইয়র্কে অবস্থান করছেন। দেশবাসীর কাছে সুস্থতার জন্য দুয়া চেয়েছেন। আল্লাহ তাকে এবং তার এ খেদমতগুলোকে কবুল করুন। আমিন।
নিজস্ব প্রতিবেদক