লোহাগড়ায় শিক্ষকের স্ত্রীকে হত্যার অভিযোগ

0
Narail news

Narail news

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমঙ্গলহাটা গ্রামের শিক্ষক তবিবর রহমানের স্ত্রী যুবলীগ নেতা রবিউল  ইসলামের মা  রিজিয়া বেগম (৭০)কে শনিবার রাতে গলায় গামছা পেচিয়ে নিজ ঘরে হত্যা করে জানালার সঙ্গে ঝুলিয়ে রেখেছে দূর্বৃত্তরা।  নিহতের ছেলে রবিউল ইসলাম জানান, সাধারনত আমাদের বাড়িতে আমি এবং মা থাকি। নানা উৎসব অনুষ্ঠানে ভাই সহ আত্মীয়রা আসেন। উপজেলা নির্বাচন চলছে তাই আমি শনিবার রাত ১২টার পর বাড়ি ফিরেছি। বাড়িতে ঢুকে দেখি  ক্লবসিবল গেটে তালা  ঝোলানো। ঘরে ঢুকে  খাটের উপর জানালার সাথে মাকে মিশে থাকতে দেখি। গামছা গলায়। আমি মাকে ডাকাডাকি করলেও  মা সাড়া দেন  নি। কাছে গিয়ে দেখি মায়ের গলা গামছা দিয়ে প্যাচানো  জানালার সাথে বাধা। আমার ধারনা চোর বা ডাকাতে বাড়িতে এসেছিলো। মা তাদের চিনে ফেলায় মাকে মারপিটসহ শ্বাসরোধে হত্যা করে তারা বেধে রেখে গেছে। মায়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে  এটি হত্যাকান্ড  হতে পারে বলে সন্দেহ আছে। #

ইকবাল হাসান/নড়াইল প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *