লোহাগড়ায় আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কে গুলিতে হত্যার চেষ্টা
নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সিকদার মোস্তফা কামাল(৪৭)কে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে কুন্দসী গ্রামে সমীর সিকদারের বাড়ির পার্শ্বে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রাতে সমীর সিকদারের বাড়িতে মেয়েলী সংক্রান্ত এক ঘটনার শালিস হবার কথা ছিলো। শালিসে অংশ নিতে সিকদার মোস্তফা কামাল ওই বাড়িতে মোটরসাইকেলে যান। রাস্তার পাশে মোটরসাইকেল রেখে সিকদার মোস্তফা কামাল ওই বাড়িতে প্রবেশ করেন। পরে মোটরসাইকেল বাড়ির ভেতরে নিতে তিনি মোটরসাইকেলের কাছে গেলেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা পিস্তল দিয়ে ৩টি গুলি করে। সিকদার মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে শালিসের লোকজন রাস্তার পাশে আসলে সাবেক চেয়ারম্যান কে মাটিতে পড়ে থাকতে দেখে। তারা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা প্রেরন করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান,দোষীদের আটকের চেষ্টা চলছে।
ইকবাল হাসান,নড়াইল